ডিজিটাল লিডারশিপ তৈরির উদ্যোগ

0
19
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ডিজিটাল পার্লামেন্ট প্রকল্পের বিস্তারিত নথি হস্তান্তর করছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রকাশিত:সোমবার,১৭ জুন ২০১৯। ৩রা আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: ডিজিটাল পার্লামেন্ট বাস্তবায়নে সংসদ সদস্যদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছরের জুলাই মাসে সব সংসদ সদস্যের অংশগ্রহণে ‘ডিজিটাল বাংলাদেশ : স্টোরি অব ট্রান্সফরমেশন’শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ১২ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ডিজিটাল পার্লামেন্ট প্রকল্পের বিস্তারিত নথি হস্তান্তরকালে এসব বিষয় জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় প্রতিমন্ত্রী এ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করেন। প্রতিমন্ত্রী জানান,সংসদ সদস্যদের পাশাপাশি তাদের সাচিবিক সহায়তা প্রদানকারীদেরও প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল লিটারেসিতে দক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ডিজিটাল পার্লামেন্টের মধ্য দিয়ে ডিজিটাল লিডারশিপ গড়ে উঠবে। ডিজিটাল পার্লামেন্ট বাস্তবায়ন হলে সময় ও অর্থের সাশ্রয় হবে। সংসদ সদস্যরা সার্বক্ষণিক পার্লামেন্ট কার্যক্রমে সংযুক্ত থাকতে পারবেন। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নিজ এলাকার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কও গড়ে তুলতে পারবেন।
আলোচনা ও নথি হস্তান্তরকালে হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান ও এটুআই প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন