প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই ২০২৩।। ৩১আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৬ জিলহজ, ১৪৪৪ হিজরি।। বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : অনলাইন ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহযোগিতায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডিআরইউ সদস্য, সদস্য স্বামী এবং সদস্য সন্তান (ছেলে ও মেয়ে অনূর্ধ্ব-১০) সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম-২০২৩।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অফিসার্স ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম মিল্লাত এবং সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় শতাধিক সদস্য সন্তান ও সদস্যরা অংশগ্রহণ করছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: