গোয়ালী মান্দ্রার বেদেপল্লীতে ‘করোনা উপসর্গ’ নিয়ে দুই ভাইয়ের মৃত্যু

1
145
গোয়ালী মান্দ্রার বেদেপল্লীতে ‘করোনা উপসর্গ’ নিয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত :বৃহস্পতিবার,২৮মে ২০২০ ইং ।। ১৪ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে ‘করোনার উপসর্গ’ নিয়ে দুই ভাই মারা গেছেন।

বুধবার (২৭ মে) দিনগত রাতে গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে আলতাফ হোসেন (৭০) ও রোববার (২৪ মে) তার ভাই সিরাজউদ্দিনের মৃত্যু হয়। দু’জনেরই করোনা উপসর্গ ছিল বলে জানা গেছে। তাদের মরদেহ সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেদে সম্পদায়ের কয়েকজন জানান, কারো করোনা হলে এ বিষয়ে প্রশাসনকে না জানানোর জন্য বেদে সর্দারদের কড়াকড়ি নির্দেশ আছে। যদি কেউ প্রশাসনকে জানায়, তবে মোটা অংকের জরিমানার সম্মুখীন হতে হবে বেদে পল্লীর রীতি অনুযায়ী। তবে এরকম কথা অস্বীকার করেছেন বেদে সর্দাররা। বেদে সম্প্রদায়ের অনেকেই স্বীকার করেছে আলতাফ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া বেদে পল্লীতে অনেকেরই করোনা উপসর্গ রয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, বেদে পল্লীতে অনেকেরই করোনা রয়েছে। কিন্তু তারা তথ্য গোপন করছেন। করোনা পরীক্ষা করাতেও তারা স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিচ্ছেন না। উপসর্গ নিয়েই তারা স্থানীয় হাটবাজারে ঘোরাফেরা করছেন। এমনকি তারা মাস্কও ব্যবহার করতে চায় না। তাই স্থানীয়দের মাঝে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, বেদে পল্লীতে এবাদুল নামে একজন ইউপি মেম্বার রয়েছেন। তিনিও প্রশাসনকে কোনো তথ্য জানাননি।

এ ব্যাপারে মেম্বার এবাদুল বলেন, করোনা বেদে পল্লীতে থাকতেও পারে। আমি মৃত আলতাফের ব্যাপারে ওসি সাহেবকে ফোন করেছিলাম। কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকাতে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে আলতাফকে সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়েছে। ইতিপূর্বে তার ভাইকেও একই কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..

১ মন্তব্য

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন