প্রকাশিত: শনিবার,২১ নভেম্বর ২০২০ইং ।। ৬ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ ২১ নভেম্বর, ২০২০ ইংরেজি। রোজ শনিবার।
০৬ অগ্রহায়ণ, ১৪২৭, বঙ্গাব্দ। ০৫ রবিউস-সানি, ১৪৪২ হিজরী।
২১ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৫ তম
(অধিবর্ষে ৩২৬ তম) দিন। বছর শেষ হতে আরো ৪০ দিন বাকি রয়েছে।
ইতিহাসের প্রতিটি দিনেই ঘটে কিছু না কিছু যুগান্তকারী ঘটনা। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস।
পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।
আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।
মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।।।।
একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড,
সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতূহলউদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছি।
চলুন তাহলে জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।🔎🔎⏰🔻🔻
ইতিহাসে আজকের ঘটনাবলী:🔲✔️✔️
👉 ১২৭২ – প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন।
👉 ১৭৮৩ – মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
👉 ১৭৮৯ – উত্তর ক্যারোলাইনা সংবিধান সংশোধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ অঙ্গরাজ্য হয়।
👉 ১৭৯১ – কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন।
👉 ১৮০৬ – ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
👉 ১৮৪১ – ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো।
👉 ১৮৬৭ লন্ডন সম্মেলনে গৃহীত সিদ্ধান্তক্রমে লুক্সেমবার্গকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়।
👉 ১৮৭৭ – থমাস এডিসন গ্রামোফোন আবিষ্কারের ঘোষণা দেন।
👉 ১৯০৮ – বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।
👉 ১৯১৮ – জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পন করে।
👉 ১৯২২ – আমেরিকার প্রথম নারী সিনেটর রেবেকা লাটিমার শপথ গ্রহণ করেন।
👉 ১৯৪৫ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
👉 ১৯৪৬ – জর্জিও দিমিত্রোভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
👉 ১৯৪৭ – স্বাধীন ভারতে প্রথম ডাকটিকেট প্রবর্তিত হয়।
👉 ১৯৬২ – চীন-ভারতের যুদ্ধবিরতি ঘটে।
👉 ১৯৭৯ – উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
👉 ১৯৯৪ – নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।
👉 ২০০২ – ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।
ইতিহাসে আজকে যাদের জন্ম:🔲✔️✔️
👉 ১৬৯৪ – জন্মগ্রহণ করেছিলেন ভলতেয়ার, তিনি ছিলেন ফরাসি লেখক ও দার্শনিক।
👉 ১৮১৮ – জন্মগ্রহণ করেছিলেন লুইস হেনরি মর্গান, তিনি ছিলেন মার্কিন নৃবিজ্ঞানী।
👉 ১৯২১ – জন্মগ্রহণ করেছিলেন বেটি উইলসন, তিনি ছিলেন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
👉 ১৯২১ – জন্মগ্রহণ করেছিলেন ড. হীরালাল চৌধুরী, তিনি ছিলেন প্রণোদিত প্রজননের জনক, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।
👉 ১৯৬৬ – জন্মগ্রহণ করেছিলেন কবির বকুল, তিনি বাংলাদেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার ও সাংবাদিক।
👉 ১৯৮৬ – জন্মগ্রহণ করেছিলেনসায়ন্তন মোদক-(ভারত ), তিনি একজন অভাগা, সুখী ব্যক্তি।
👉 ১৯৯১ – জন্মগ্রহণ করেছিলেন আলমাজ আয়ানা, তিনি ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।
ইতিহাসে আজকে যাদের মৃত্যু:🔲✔️✔️
👉 ১৯৭০ – মৃত্যুবরণ করেন চন্দ্রশেখর রমাণ, তিনি ছিলেন নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ।
👉 ১৯৭৪ – মৃত্যুবরণ করেন পুণ্যলতা চক্রবর্তী, তিনি ছিলেন শিশু সাহিত্যিক।
👉 ১৯৯৬ – মৃত্যুবরণ করেন আব্দুস সালাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।
ইতিহাসে আজকে দিবস সমূহ ও অন্যান্য:🔲✔️✔️
👉 আজ সশস্ত্র বাহিনী দিবস ( বাংলাদেশ 🇧🇩 )।
👉 আজ বিশ্ব টেলিভিশন দিবস।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor