প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর। প্রাচীনকাল থেকেই বিশ্বের জ্ঞানপিপাসুদের জ্ঞানার্জনের তীর্থকেন্দ্র ছিল বিক্রমপুর। বর্তমানে এ অঞ্চলটি মুন্সীগঞ্জ জেলা হিসেবে পরিচিত। একসময় বিক্রমপুর নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিশাল জনপদ। তাই এ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে অনেক নিদর্শন। বাংলার প্রাচীন রাজধানী বিক্রমপুরের সেই জৌলুস এখন আর নেই। কিন্তু ইতিহাস ও প্রতœতাত্ত্বিক নিদর্শন এখনও প্রাচীন বিক্রমপুরের কথা মনে করিয়ে দেয়। শেকড়সন্ধানী যারা তারা ঐতিহ্যের লীলাভূমি বিক্রমপুরে ঘুরে আসতে পারেন।বেড়াই বিক্রমপুর পাতায় স্বাগতম !