৩২টি লাশের পরিচয় পাওয়া গেছে এর মধ্যে ৩০ জনের বাড়িই বিক্রমপুরে

0
45
মায়ের শাড়িতে মোড়ানো ছিল ছেলের লাশ

প্রকাশিত : মঙ্গলবার, ৩০জুন ২০২০ইং ।। ১৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনার লঞ্চে উদ্ধার হওয়া ৩২টি লাশের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ৩০ জনের বাড়িই বিক্রমপুরে । এই ৩০ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার  ১৮ জন, টঙ্গীবাড়ি উপজেলার ১০, শ্রীনগর উপজেলার ১, লৌহজং উপজেলার ১জন। এছাড়া দোহার উপজেলার ১, এবং জাজিরা উপজেলার (শরীয়ত)১ জন মোট ৩২ জন। সদরের অধিকাংশ মৃত ব্যাক্তিরা মিরকাদিম পৌরসভা ও রামপাল ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় একটি সি সি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চ মর্নিং বার্ড লঞ্চটির উপর উঠে যায় তাতে করে সাথে সাথে মুহূর্তের মধ্যে কমপক্ষে ১০০ জন যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমভি রিশান মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। যাত্রীদের অল্প কয়েকজন সাঁতরে নদীর পাড়ে আসতে পারলেও বেশিরভাগই নিখোঁজ রয়ে যান।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন