২৯ মার্চ পবিত্র শবেবরাত

0
6
২৯ মার্চ পবিত্র শবেবরাত

প্রকাশিত: রবিবার, ১৪মার্চ ২০২১ইং।। ২৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২৯ রজব ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশের আকাশে রোববার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

রোববার চাঁদ দেখা যায়নি বলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

মহিমান্বিত শবেবরাতের রাতে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। এছাড়া দিনে রোজা রাখেন অনেকে। দান-খয়রাতও করেন বিত্তবানরা।

এ রাতে বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা হাত তুলবেন আল্লাহর দরবারে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন