২৪ ডিসেম্বর , ২০১৮
দেশে মাদকদ্রব্যের বিস্তার ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। বৃহস্পতিবার এক কর্মশালায় এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশে বর্তমানে নতুন নতুন মাদক ঢুকছে। এদের মধ্যে বেশিভাগ ইয়াবা। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যবস্থা রেখে আইন পাশ করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘স্কুল কলেজ থেকে শুরু করে বিত্তবানদের কাছে মাদক ছড়িয়ে পড়েছে। যেভাবে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে সফল হয়েছি, অবৈধ মাদক ঠেকাতেও সফল হবো।’
মন্ত্রী বলেন, ‘যুব সমাজ আমাদের সম্পদ। কিন্ত মাদকের ভয়াল থাবা তাদেরকে শেষ করে দিচ্ছে।’
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘সারাদেশে ৩৬ লাখ মাদকাসক্ত আছে। তাদের জন্য সরকারি সেবার পাশাপাশি ২৭৫টি বেসরকারি নিরাময় কেন্দ্র রয়েছে।’
উল্লেখ্য গত ২৭ অক্টোবর মাদক নিয়ন্ত্রণ আইনটি জাতীয় সংসদে পাশ হয়।