১ জানুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

0
10

বিক্রমপুর খবর ডেস্ক ::

প্রকাশিত:২৮ ডিসেম্বর,২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রচার প্রচারণা শেষ হয়েছে শুক্রবার(২৮ ডিসেম্বর)সকাল ৮টা থেকে।

শুক্রবার (২৮ ডিসেম্বর)সকাল৮টা থেকে ১ জানুয়ারি ২০১৯ বিকাল ৪টা পর্যন্ত সব ধরণের সভা,সমাবেশ,মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।টানা ১৬ দিন মিছিল,সমাবেশের পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে ভোট চেয়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।প্রচারণার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রার্থী ও দলের পক্ষ থেকে।

প্রচারণার শেষ দিনে রাজধানীসহ সারা দেশে মিছিল ও জনসংযোগ করেছে প্রার্থী ও কর্মী সমর্থকরা।৩০ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হবে ভোট যুদ্ধ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন