১১৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যু

0
18

প্রকাশিত:মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক:গত ২০ জানুয়ারি আজ ১শ ১৩ বছর বয়সী একজন জাপানি পুরুষ মৃত্যুবরণ করেছেন।

গত বছরের এপ্রিল মাসে গিনিস বিশ্ব রেকর্ড মাসাযো নোনাকা’কে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছিল।

জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইদোর অধিবাসী নোনাকা ১৯০৫ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন।

আজ সকালে নোনাকার পরিবারের সদস্যরা তার শ্বাসপ্রশ্বাস বন্ধের বিষয়টি লক্ষ্য করেন। এরপর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। পরিবারের মতে, দৃশ্যত, গতকাল তিনি সুস্থই ছিলেন।

নাতনি ইউকো নিজের পরিবারকে একটি সুখী জীবন কাটাতে সুযোগ দেয়ার জন্য নোনাকা’কে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নোনাকা’র অভাব অনুভব করলেও তার মধ্যে একারণে কোন দু:খবোধ নেই যে জীবনের শেষ মুহূর্তে নিজ বাড়িতে অবস্থান করে মর্যাদার সাথেই তিনি মৃত্যুবরণ করেছেন।

                                  সুত্র- এন এইচ কে

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন