হাসাইলে পদ্মায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস

0
17
হাসাইলে পদ্মায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২০ইং ।। ২৯শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২৭শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : টঙ্গীবাড়ী হাসাইল সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১০-১৫ কেজি ওজনের অর্ধশতাধিক পাঙ্গাস মাছ। গত শুক্রবার রাতে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এসব মাছ ধরা পড়ে। শনিবার সকালে মাছগুলো হাসাইল স্থানীয় মাছের আড়তে তোলা হয়।

বড় আকৃতির এসব মাছ দেখতে সকালে মাছের আড়তে ভিড় জমায় স্থানীয় শত শত মানুষ।

স্থানীয় আলী আহমেদ খান বলেন, ‘রাতে নদীতে তিনবার জাল ফেলে ১৬টি পাঙ্গাস মাছ পাই। সকালে সেগুলো আড়তে নিয়ে যাই। গিয়ে দেখি অন্য জেলেদের জালেও একইভাবে পাঙ্গাস মাছ ধরা পড়ে। সব মিলিয়ে ৫০-৫৫টি মাছ ধরা পড়েছে। সবগুলোই আকৃতিতে বড়। এক একটি মাছ ৮ থেকে ১৫ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে। আড়তদাররা মাছগুলো কিনে নিয়েছে।’

টঙ্গীবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রতি বছরই ইলিশের প্রজনন মৌসুমের পরে নদীতে পাঙ্গাস মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন