সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ শতাংশ করোনা আক্রান্ত ডায়াবেটিক রোগীর মৃত্যু হচ্ছে হাসাপাতালে ভর্তির ৭ দিনের মধ্যেই
প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২০ ইং ।। ১৮ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।। বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :
মারণ ভাইরাস করোনা ছাড়খাড় করে ফেলেছে গোটা বিশ্ব! চিকিৎসক-গবেষকরা বারবার জানিয়েছেন, বয়স্কদের পাশাপাশি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, ক্যান্সার, অ্যাসথমা, ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ শতাংশ করোনা আক্রান্ত ডায়াবেটিক রোগীর মৃত্যু হচ্ছে হাসাপাতালে ভর্তির ৭ দিনের মধ্যেই । Representative image
Representative image
‘ডায়াবেটোলজিয়া’ নামে একটি জার্নালে ২৯ মে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, ১০ জন করোনা আক্রান্ত ডায়াবেটিক রোগীর মধ্যে ১ জনের মৃত্যু হচ্ছে ৭ দিনের মধ্যেই! করোনাডো CORONADO নামে ওই সমীক্ষায় ১৩০০ ডায়াবেটিক রোগীর ওপর পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮৯ শতাংশ টাইপ টু ( ইনসুলিনের ওপর নির্ভরশীল নয়) ও ৩ শতাংশ টাইপ ১ (ইনসুনিভের ওপর নির্ভরশীল) ডায়াবেটিসে আক্রান্ত। রোগীদের গড় বয়স ৭০ বছর, বেশিরভাগই পুরুষ।
পরীক্ষায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তির ৭ দিনের মধ্যে ২০.৩ শতাংশ রোগীর ট্র্যাকিয়াল ইনটুইবেশন প্রয়োজন হয়। পরীক্ষায় আরও দেখা যায়, হাসপাতালে ভর্তির ৭ দিনের মধ্যে ১০.৬ শতাংশ ডায়াবেটিক রোগীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের গবেষকদের দাবি, ডায়াবেটিস রোগী ও ৭০-এর কাছাকাছি বয়স… এই দুটো ফ্যাক্টর করোনায় মৃত্যুর ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তুলছে। Representative image
নিউজটি শেয়ার করুন .. ..