প্রকাশিত: শনিবার,২১ সেপ্টেম্বর ২০১৯ ইং।। ৬ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: অধ্যাপক ডা: গোবিন্দ চন্দ্র দাস: #হলিস্টিক_পদ্ধতি” থেকে কারা হবেন উপকৃত :
১. যার একবার বা একাধিকবার হার্ট অ্যাটাক হয়ে গেছে l
২. যিনি এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয়েছেন, বিশেষত :-
#হার্টের পাম্পিং ক্ষমতা বেশি কমে গেলে (ER <30%, MPI <20%) #বেশি বয়স, #মাল্টিপল ব্লকেজ #কিডনির কার্যক্ষমতা কমে গেলে #হেপাটাইটিস বি পজেটিভ হলে #পায়ের আর্টারিতে অত্যাধিক ব্লকেজ থাকলে #কোরাটিড আর্টারি ও কিডনি আর্টারিতে ব্লকেজ থাকলে l
৩. যাদের হার্টের রক্তনালীতে ব্লক আছে কিন্তু রক্তনালির গঠন বৈশিষ্ট্যের কারণে রিং বসানো বা বাইপাস সার্জারি করা যাচ্ছে না l
৪. রক্তনালী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে ক্যালসিয়াম জমে গেছে বিধায় যেখানে রিং বসানো সম্ভব হচ্ছে না l
৫. হার্টের রক্তনালীতে ব্লক আছে কিন্তু কিডনি ফেইলিউর বা ইতিপূর্বে ঘটে যাওয়া ব্রেন স্ট্রোকের কারণে বাইপাস সার্জারী করা যেখানে খুবই ঝুঁকিপূর্ণ l
৬. এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পর যার পুনরায় ব্লকেজ ধরা পড়েছে l
৭.যিনি ইতিমধ্যে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করেছেন এবং পুনরায় যাতে ব্লকেজ না হয়
৮. অপারেশন বা এনজিওপ্লাস্টি করা দরকার কিন্তু রোগী ভয় পাচ্ছে
৯. যিনি উচ্চ রক্তচাপে (হাইপার টেনশন) ভুগছেন
১০. যিনি অসম্ভব মুটিয়ে গেছেন
১১. যার হৃদরোগের দীর্ঘ পারিবারিক ইতিহাস রয়েছে l
১২. যার অস্বাভাবিক মাত্রায় রক্তে কোলেস্টেরল বিদ্যমান
১৩. যিনি ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করার মাত্রা উঁচু
১৪. সেইসব কর্মজীবী যাঁদের অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হয়
১৫.সর্বোপরি হার্টের আর্টারি ব্লকেজ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য l
পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তাররা একটি সমস্যার সম্মুখীন হন, সমস্যা নিয়ে তারা আলোচনা ও গবেষণা করেন l এভাবেই একসময় তারা ওই সমস্যার সমাধান বের করেন l ধাপে ধাপে চিকিৎসার অগ্রগতি সাধিত হয় l কেবল হৃদরোগ চিকিৎসাতেই নয়,অসংক্রামক বহু রোগ বিশেষত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মাইগ্রেন রোগের চিকিৎসায় এই বিকল্প পদ্ধতির সাফল্য আজ পরীক্ষিত l পৃথিবীর প্রতিটি নতুন চিকিৎসা পদ্ধতিই এভাবে ধাপে ধাপে সমস্যা অতিক্রম করে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ারই ইতিহাস l
লিখেছেন :-
অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র দাস
এমবিবিএস, ডিসিএইচ, এমসিপিএস-স্পেশিয়ালাইজেসন ইন এলার্জি এন্ড এ্যাজমা (স্পেন )
ফেলো, ইন্ডিয়ান কলেজ অব এলার্জি, এ্যাজমা এন্ড ইমুনোলজী ।
এলার্জি ও এ্যাজমা বিশেষজ্ঞ -প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান (অব:)এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইমুনোলোজী বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল , ঢাকা