সৌদি আরবে আজ ঈদ

0
9
শেখ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানির প্রথম ঈদ সালাহের নেতৃত্ব দিয়েছেন মসজিদ আল হারাম, মক্কা

প্রকাশিত : শুক্রবার,৩১ জুলাই ২০২০ইং ।। ১৬ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সীমিত আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের পবিত্র হজ। রাতে মুজদালিফায় অবস্থান করে আজ ফজরের নামাজ শেষে মিনায় যাবেন হাজিরা। সেখানে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সেক্ষেত্রে সৌদিতে কোরবানি আজ।

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর পবিত্র নগরী মক্কা। দিনভর আরাফাত প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরাহ থেকে দেয়া খুৎবা শোনেন হাজিরা। এ বছর খুতবা পাঠ করেন ডক্টর আবদুল্লাহ বিন সোলায়মান আল মানিয়া। এবার বাংলাসহ ১০ ভাষায় খুতবা অনুদিত হয়। পরে জোহর ও আসরের নামাজ একই ইমামের পেছনে আদায় করা করেন তারা।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাতের ময়দান থেকে মিনার পথে রওয়ানা হন হাজিরা। রাতভর মুজদালিফায় অবস্থান করবেন। খোলা আকাশের নিচে মাগরিব ও এশার নামাজ এক সঙ্গে আদায় করেন। মিনায় জামারাতে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য এখান থেকেই পাথর সংগ্রহের নিয়ম থাকলেও এবার আগেই হাজিদের জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয়েছে।

১০ জিলহজ শুক্রবার ফজরের নামাজ শেষে সূর্যাস্তের আগেই মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন হাজিরা। সেখানে জামারাতে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কোরবানি করবেন তারা।

নিউজটি শেয়ার করুন .. ..         

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন