সৈয়দ আশরাফের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লিপি

0
15

প্রকাশিত:রোববার,১০ফেব্রুয়ারি ২০১৯।  

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক:একাদশ সংসদের কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের উপ নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি)নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

রোববার (১০ ফেব্রুয়ারি)মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এদিন বিকেল পৌনে ৫টার দিকে গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে শনিবার (০৯ ফেব্রুয়ারি)বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মো.মোস্তাইন বিল্লাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

কিশোরগঞ্জ-১আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি,৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর আসনটি খালি হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন