প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২০ইং ।। ১০ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে ইছাপুরায় সিরাজদিখান পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলার ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি সার্বিক দীপক কুমার রায়, এডিসি শিক্ষা ও আইসিটি সামিউল মাসুদ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ সাব্বির সাজ্জাত।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মুনিরুজ্জামান তালুকদার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বই মানুষের জীবনের অমূল্য সম্পদ, আলোকিত জীবণ গঠনে বই পড়ার কোন বিকল্প নেই। তাই কবি বলেছেন, ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন,উপজেলা প্রকৌশলী শোয়াইব বীন আজাদ,উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক উপেজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার,সরকারি বিক্রমপুর কে.বি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার,বালুচর ইউপি চেয়ারম্যান আবু বকর,বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দীন,মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল করিম শেখ ,রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চোকদার,জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পিন্টু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া,ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।
নিউজটি শেয়ার করুন .. ..