প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ইং ।। ২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের ব্যবহারের জন্য সেইফটি প্রডাক্ট পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পিপিইসহ হ্যান্ড গ্লাভস, ক্লিনিক্যাল মাস্ক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ বদিউজ্জামানের হাতে তুলে দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য ও ইছাপুরা বন্ধন তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ মনির খান।
এসময় উপস্থিত ছিলেন বন্ধন তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, ক্রীড়া সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল কবির রাকিব, সমাজকল্যাণ সম্পাদক সোলাইমান রিঙ্কু প্রমুখ।