প্রকাশিত :মঙ্গলবার,৩১মার্চ ২০২০ ইং ।।১৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি :সিরাজদিখান বালুচর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল বাতেন ও তার পরিবারের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় ও দুস্থ ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আব্দুল বাতেন বাড়ি প্রাঙ্গণে এ ত্রান বিতরণ করা হয়।সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবধারা হাউজিং প্রকল্পের চেয়ারম্যান হাজী মোঃ শাজাহান মিয়া,ত্রাণ সামগ্রী বিতরণ করেন ত্রাণদাতা নূর মোহাম্মদ,আলী হোসেন,নূর ইসলাম সহ বালুচর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল,সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম করেন স্থানীয় ৩টি ওয়ার্ডের হতদারিদ্রে মাঝে।