সিরাজদিখানে ১০ কোটি টাকার খালের জায়গা দখল

0
46
সিরাজদিখানে ১০ কোটি টাকার খালের জায়গা দখল

প্রকাশিত:সোমবার,৭ অক্টোবর ২০১৯ ইং ।। ২২শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি :সিরাজদিখানে ১০ কোটি টাকা মুল্যের সরকারি খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী সিন্ডিকেট। রশুনিয়া ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি২ দিনের সময় বেধে দেন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। না হয় উচ্ছেন অভিযান চলবে।
জানা যায়, উপজেলার ইছামতি নদী থেকে থানার পশ্চিম ও বাজার সারপট্টির পূবে সিরাজদিখান বাজারে খালটি প্রবেশ করে। দখল হতে হতে বাকি খাল টুকুর ৬০ ফিট প্রস্থ ও দৈর্ঘ্য প্রায় ৪ শত ফিট গত কয়েকদিনে দখল করে নেয় বাজার দোকান মালিক আক্তার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দলিল উদ্দিন, সিরাজ মোল্লা, জাকির মুন্সী, রশুনিয়া ইউপি সদস্য মমতাজ মেম্বার, মোস্তাফিজুর রহমান তালুকদার, মঈনউদ্দিন ও ইসলাম শেখ সেখানে বর্তমানে তারা অবৈধভাবে ভরাট করে স্থাপনা নির্মাণ করছে। থানার পাশে কিছু জায়গা বালু দিয়ে ভরাট করায় সেই সুযোগে তারা রাতের আঁধারে বালু দিয়ে খালটি ভরাট করে। এতে বাজারের ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে স্থাপনা নির্মাণ মালিকদের কাছে জানতে চাইলে অনেকে কথা বলতে রাজী হননি। কেউ বলেছেন ইকবাল চেয়ারম্যানের বক্তব্যই নেন। কেউ বলেছেন বর্ধিত অংশ সরিয়ে নিব।

রশুনিয়া ইউপি চেয়ারম্যান ও বাজার উন্নয়ন কমিটির সভাপতি ইকবাল হোসেন জানান, বাজারের পূর্ব পাশে একটি মাত্র বড় খাল ছিল। দুঃখের বিষয় প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী খালটি বালু দিয়ে ভরাট করে দখল করেছে। যার বর্তমান মূল্য ১০ কোটি টাকা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, সিরাজদিখান বাজার ও থানা সংলগ্ন যে খালটি আছে। সেখানে কিছু দোকান মালিকরা অবৈধ স্থাপনা করেছে। যা কিনা বাজার ও ড্রেনেজ ব্যবস্থাপনায় খুবি ক্ষতিকারক। অভিযান চালিয়েছি তাদের ২ দিন সময় দিয়েছি স্থাপণা সরিয়ে সেওয়ার জন্য। ২ দিন পরেই উচ্ছেদ অভিযান চলবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন