প্রকাশিত:শনিবার,৭ নভেম্বর ২০২০ইং ।। ২২শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২০শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে রাতে বিক্ষোভ মিছিল করেছে গুয়াখোলা গ্রামবাসী।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রী এশার নামাজ পড়ার জন্য নিজ বাড়ির টিউবওয়েলে অযু করার জন্য গেলে আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে বখাটে আসলাম হাওলাদার (ডিএম) ছাত্রীর মুখে চেপে ধরে এবং বাড়ির পাশের বাথরুমে ধর্ষনের উদ্যেশ্য হাত ধরে টেনে হেচড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রী চিৎকার দিয়ে দৌড়ে পাশের সুলতান বেপারীর বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পরে। সেখানে স্থানীয়দের সেবায় মেয়েটির জ্ঞান ফিরে আসলে সমস্ত ঘটনা উপস্থিত সকলকে খুলে বলেন। এই সুযোগে ধর্ষক আসলাম কৌশলে পালিয়ে যায়। এলাকায় ঘটনা জানাজানি হলে বিক্ষুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ও দ্রুত বিচার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করে। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনার স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে ও বখাটে আসলাম কে ধরার জন্য রাতেই তার বাড়ি সহ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বাসাইল ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য আয়ুব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলাম হাওলাদার ঢাকার চকবাজারের চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। এছাড়া সে সব সময় খারাপ কাজ করে থাকে। সে ভালো মানুষ না।এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এবিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য সিরাজদিখান থানার একাধিক মামলার আসামী ছিল।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’