সিরাজদিখানে ভীমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু আরেক শিশু মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

0
13
সিরাজদিখানে ভীমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু আরেক শিশু মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রকাশিত : শনিবার ,১২ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৮শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৩শে মুহররম,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : সিরাজদিখানে ভীমরুলের কামড়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ফাহাদ নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ভীমরুলের কামড়ে সাড়ে ৩ বছরের আরেক শিশু মরিয়ম আক্তারকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের তালুকদার বাড়িতে। ফাহাদ ছোট পাউলদিয়া গ্রামের প্রবাসী মামুন তালুকদারের ছেলে। মরিয়ম একই বাড়ির মফিজুল তালুকদারের মেয়ে।
স্বজন জহির তালুকদার জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টা দিকে লাকড়ি-খড়ি রাখার ঘরে ফাহাদ ও মরিয়ম খেলা করতে ছিল। তারা দু’জন চাচাতো ভাই-বোন। সেখানে ভেঙ্গুরের (ভীমরুলের) বাসা ছিল। হয়তো তারা বাসায় আঘাত করায় ভীমরুল তাদের কামড়ায়। দু’জনের শরীরে ২৫/৩০ টি করে কামড়ে হুল বসিয়ে দেয়। সন্ধ্যায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় ফাহাদের মৃত্যু ঘটে। আর মরিয়মের চিকিৎসা চলছে তবে অবস্থা আশঙ্কাজনক।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে দুই শিশুকে নিয়ে স্বজনা এসেছিলো। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়। এখানে কোন আইসিইউর ব্যবস্থা নাই। #

নিউজটি শেয়ার করুন .. ..         

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

                   আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন