সিরাজদিখানে বিক্রমপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইছ অনুষ্ঠিত

0
67
সিরাজদিখানে বিক্রমপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইছ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১৩ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :মাওয়া থেকে মোঃ রুবেল ইসলাম তাহমিদ : সিরাজদিখানে ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইছ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার তেঘরিয়া এলাকায় ইছামতি নদীতে বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইছ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইছ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহি বি চৌধুরী।

তেঘরিয়া যুব সংঘের সভাপতি ও রাজানগর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ সোহেলের সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনর্চ্জ সাইফুল ইসলাম সবুজ, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

নৌকাবাইছ দেখতে শুক্রবার বিকালে দর্শণার্থীদের ঢল নামে ওই এলাকায়।  প্রতিযোগিতায় তুফান নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ১০টি নৌকা অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ ও এলইডি টেলিভিশন প্রদান করেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন