সিরাজদিখানে বাল্যবিয়ে বন্ধ, ২৫হাজার টাকা জরিমানা 

0
6
সিরাজদিখানে বাল্যবিয়ে বন্ধ, ২৫হাজার টাকা জরিমানা 

প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ইং ।। ১৩ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ  সাব্বির সাজ্জাদ  এর হস্তক্ষেপে  বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। গতকাল  বৃহস্পতিবার  উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 জানা যায়, উপজেলার উত্তর রাঙ্গামালিয়া গ্রামের  নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে একই গ্রামের    ৩০ বছর বয়সী এক ছেলের বিয়ে ঠিক করেন। আজ বৃহস্পতিবার বিয়ের কথা ছিল। বিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর মা ও বড়ের বাবাকে নিয়ে দুপুরে  এসিল্যান্ড এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনটি ২০১৭ এর ৮ধারায় পঁচিশ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আসফিকুন  নাহার বলেন, বিয়ের খবর পেয়ে সেটি যাচাই করে সত্যতা পেয়ে সেখানে এসিল্যান্ডকে পাঠিয়েছি সে গিয়ে ছাত্রীর মা এবং ছেলের বাবাকে আরট করে নিয়ে এসে বাল্যবিবাহ নিরোধ আইনে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।#

 

নিউজটি শেয়ার করুন .. ..  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন