সিরাজদিখানে প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের পিপিই প্রদান করলেন আওয়ামী লীগ নেতা

0
10
সিরাজদিখানে প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের পিপিই প্রদান করলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশিত :রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ইং ।। ৬  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৪ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপম্যান্ট (পিপিই) প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. জাকির হোসেন। গতকাল ১৯ এপ্রিল রবিবার দুপুরে সিরাজদিখান বাজারস্থ সিরাজদিখান প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১০ জন সাংবাদিকের জন্য ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের হাতে এ পিপিই তুলে দেন শেখ মো. জাকির হোসেন ভাগিনা মোঃ রাসেল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ বীন নাদভী, সদস্য হামিদুল ইসলাম লিংকন, মোহাম্মদ রোমান হাওলাদার প্রমূখ।

এছাড়া সিরাজদিখান থানায় কর্মরর্ত অফিসার ও ফোর্সদের জন্য ১০টি পিপিই, ১টি থার্মাল স্ক্যানার, হ্যান্ড সেনিটাইজার থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়। তাছাড়া উপজেলার প্রশাসনের জন্য ১০ পিপিই উপজেলা  নির্বাহী কর্মকর্তার আশফিকুন নাহারের হাতে তুলে দেওয়া হয়। উপজেলার জৈনসার ইউনিয়নের মাঠ পর্যায় স্বাস্থ্য সেবাকর্মীদের ৫টি পিপিই প্রদান করেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন