সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙ্গনে ১০টি বসতবাড়ী নদী গর্ভে; ৫০টি বাড়ী হুমকির মুখে

0
8
সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙ্গনে ১০টি বসতবাড়ী নদী গর্ভে; ৫০টি বাড়ী হুমকির মুখে

প্রকাশিত : শনিবার, ৮ই আগস্ট ২০২০ইং ।। ২৪শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি :  সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পানি কমার সাথে সাথে নদীর তীব্র স্রোরােতের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। গত তিন দিনে নদী গর্ভে বিলীন হয়েছে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী ডাকপাড়া গ্রামের প্রায় ১০ টি বাড়ী। হুমকির মুখে আরো পঞ্চাশ বাড়ীসহ মসজিদ, সরকারী বিদ্যুৎ টাওয়ার এবং সরকারী ঘাটলা, সরকারী রাস্তা ।

এতে নদী ভাঙন কবলিত এলাকার মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় কোন ধরণের সাহায্য পাচ্ছেন না বলে ভাঙনকবলিত স্থানিয়রা অভিযোগ করেন। অনেক পরিবার তড়িঘড়ি করে তাদের ঘরবাড়ি অন্য অন্যত্র সরিয়ে নিয়েছে।

ক্ষতিগ্রস্তরা বলেন, হঠাৎ নদীতে পানি কমে স্রোরােত বাড়ায় ভাঙনের মুখে পড়েছেন তারা। বসতভিটাসহ সবই নদীতে চলে গেছে। কিছুক্ষন পর পর বড় বড় পাড় ভেঙে পড়ছে। প্রায় ১০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে পুরো গ্রাম। চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নদীতে পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রায় ১০ টির মত বাড়ী নদীতে ভেঙ্গে নিয়েছে । আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বলেছি । তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন ।

খুব দ্রুত প্রদক্ষেপ না নিলে শতাধিক বাড়ী ঘরসহ সরকারী সম্পদ নদীর গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা আছে । সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, বিষয়টি আমি জেনে সাথে সাথেই পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি । সেখান থেকে কর্মকর্তা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন । আমরা শুধু তাদের আশায়ই বসে নেই । আমরাও চেষ্টা করব এ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ।

নিউজটি শেয়ার করুন .. ..                

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন