প্রকাশিত:সোমবার,০৩ অক্টোবর ২০২২।।১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল)।।৬ই রবিউল আউয়াল,১৪৪৪ হিজরি।।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দুইশতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ০২ অক্টোবর রবিবার বিকাল ৫টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের শিব সংঘ সংগঠন এ বস্ত্র বিতরণের আয়োজন করে।
শিবসংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে ও শিব সংঘের সভাপতি ডাঃ অভিষেক ঘোষের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব শ্রম বাংলাদেশ কর্মসংস্থান মন্ত্রনালয় (পি.আর.এল)গোকুল কৃষ্ণ ঘোষ। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, বিশেষ অতিথি ছিলনে বাংলাদেশ শিশু হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রবীর কুমার সরকার,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন চোকদার, শ্যামল ঘোষ,মোঃ জাহিদ শিকদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, জহিরুল ইসলাম লিটু, আনিসুর রহমান রিয়াদ,আসাদুজ্জামান সুমন,আরিয়ান আব্দুল্লা অনিক প্রমুখ।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’