সিরাজদিখানে কৃষকের লাউ গাছ কর্তন, থানায় অভিযোগ

0
20
সিরাজদিখানে কৃষকের লাউ গাছ কর্তন, থানায় অভিযোগ

প্রকাশিত: শনিবার,২১ নভেম্বর ২০২০ইং ।। ৬ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সিরাজদিখানে রাতের আঁধারে কৃষকের ১শ ৩০ টি লাউ গাছ কর্তন করেছে দুবৃত্তরা। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে কৃষকের। উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার কৃষক আরিফুল ইসলাম (৩২) বাদী হয়ে সিরাজদিখান থানায় ৩ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কৃষক আরিফুল ইসলাম জানান, রাস্তা সংলগ্ন আমার জমিতে লাউ চারা লাগানোর সময় গত মাসে স্থানীয় ইউপি সদস্য ভবন দাস বাধা দিয়েছিলেন এবং মোবাইলে ভিডিও করেছেন। এরপর ইউপি চেয়ারম্যান আমাদের ডেকে বলে সরকারি রাস্তা কেটে সব্জী বাগান করছো কেন। আমি বলেছি আমার জমি চাষ করেছি। তাছারা রাস্তাটি আমার জমির উপর দিয়ে গেছে। রাস্তার ঢালে জমি সংলগ্ন দু এক কোদাল মাটি সমান করা হয়েছে। সেগুলো আমি মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। এর আগে মনির হোসেন, মনু ও আলী হোসেন বাধা দিয়ে বলেছিল সরকারি রাস্তার পাশে তুই লাউগাছ লাগাতে পারবি না। যদি লাগাছ তাহলে আমরা তুলে ফেলব। এজন্য তাদের ৩ জনকে আসামি করে অভিযোগ করেছি। আমার ২১ শতাংশ জমি লাউ ঝাকা করেছি। সব মিলিয়ে আমার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইউপি সদস্য ভবন দাস জানান, রাস্তার পার কেটে লাউ চারা লাগানোর সময় আমি বাধা দিয়েছিলাম, চেয়ারম্যানকে জানিয়েছি। আরিফুল মাটি ভরাট করে দিয়েছে। তবে তার জমি সংলগ্ন রাস্তার পাশে লাউ গাছ রাতের আঁধারে কে বা কারা কেটেছে এটা জানা যায়নি।
সিরাজদিখান থানা উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তবে রাতের আঁধারে কে বা কারা গাছ কেটেছে তদন্ত চলছে। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষায় থানায় ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন