প্রকাশিত : রবিবার,৭ জুন ২০২০ ইং ।। ২৪ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :সিরাজদিখান উপজেলায় শনিবার (৬ জুন) করোনা নতুন করে আরোও ৫ জন সনাক্ত হয়েছে। তাহারা হলো–
রাজানাগরের দুইজন পুরুষ (৩০)ও মহিলা (৩০),
রশুনিয়া ব্র্যাক অফিসের পরুষ (২৭),
লতব্দি এলাকার পুরুষ (৫৫) ও
সিরাজদিখান থানার পুরুষ পুলিশ (৩৯)।
এই নিয়ে সিরাজদিখান থানায় ১৪০ জনের করোনা শনাক্ত হলো। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ জন। মারা গেছেন ২ জন।
নিউজটি শেয়ার করুন .. ..