সারাদেশে বই উৎসব

0
40

প্রকাশিত:১জানুয়ারি ২০১৯ :: বিক্রমপুর খবর ডেস্ক::

আজ বই উৎসব।নতুন বছরের প্রথম দিন। সকল শিক্ষার্থী স্কুলের মাঠে উপস্থিত। স্কুলের কোন ঘোষণা বা পিটি করার জন্য হাজির হয়নি।আজ মাঠে সবাই আছে নতুন কিছুর অপেক্ষায়। নতুন বই দিয়ে কি করবি? বইটা বাঁধিয়ে রাখবো। গত বছরের বই বছরের শেষের দিকে পাতাগুলো ছিড়ে গেছে। এবার বই খুব যত্নে রাখবো। সঙ্গে যত্ন করে বইয়ের সব পড়া পড়বো। নতুন বই পড়ার মজাই অন্য রকম। এই রকমই আনন্দঘন মুর্হূতের মধ্যে দিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে সারাদেশে। সারাদেশে বই  উৎসব।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন