প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর ২০২০ইং ।। ১৯ই আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১৭ই সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে বাড়িতে প্রবেশে বাধা দেন তাদেরই চাচা রেহান নবী। এ ঘটনায় দুই শিশুসহ তার চাচাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১১ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সে পর্যন্ত দুই শিশুর নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে আজ শুনানিতে (ভার্চুয়াল) অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
তিনি বলেন, ‘আগামী ১১ অক্টোবর আদালত উভয়পক্ষকে হাজির হতে বলেছেন। ওইদিন উভয়পক্ষের কথা শুনে পরবর্তী আদেশ দেবেন।’
এর আগে ধানমন্ডির বাড়িতে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় মধ্য রাতেই জাজেজ কোয়াটারের বাসায় কোট বসিয়ে দুই শিশুকে প্রবেশ এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের আদেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ।
জানা যায়, ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন কে এস নবী। তিনি ২০১৮ সালে মারা যান। তার ছোট ছেলে ও শিশু দুটির বাবা সিরাতুন নবী মারা যান গত ১০ আগস্ট।
এর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে ওই দুই শিশুর বাবা-মায়ের। বাবার মৃত্যুর পর দুই শিশুকে মায়ের কাছে পাঠানো হয়। সেখান থেকে শনিবার তারা ঘরে ফেরে। কিন্তু গেইট খোলেননি চাচা রেহান নবী।
যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিষয়টি শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আলোচনায় আসে। ওই টকশোর আলোচনার বিষয়টি আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন একই বেঞ্চ মধ্য রাতে পৌনে ১টার দিকে আদালতে বসিয়ে শিশুদের পৈতৃক বাড়িতে প্রবেশ ও তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com