শ্রীনগরে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা

0
8
শ্রীনগরে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা

প্রকাশিত : মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২০ইং ।। ৩১শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৬শে মুহররম,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশ পরিচয় দিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। তাদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের অটোরিকশা গ্যারেজ মালিক আওলাদ হোসেন ডিএম। গত রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিনি রাতে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রতারণার শিকার ওই ব্যবসায়ী বলেন, গত রবিবার সকাল ১০টায় একটি মোবাইল নম্বর (০১৯৫৫৮৬৮৪৫৬) থেকে এক ব্যক্তি তাকে কল দেন। ওই ব্যক্তি নিজেকে নিমতলা পুলিশ ফাঁড়ির এসআই পরিচয় দেন। জানান, তিনি ঢাকা-মাওয়া হাইওয়ের শ্রীনগর ছনবাড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়েছেন। সেখানে তার অটো গাড়িটি হাইওয়েতে ওঠায় তা আটক করেছেন এবং তা ফাঁড়িতে নিয়ে যাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি আবার বলেন, আমরা আপনার গাড়ি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে কিছু টাকা বিকাশে পাঠাতে হবে এবং যা করার ফোনে লাইনে রেখেই করতে হবে। তখন আমি দুইবারে মোট ২০ হাজার চারশত টাকা বিকাশ করি। কিন্তু পরবর্তীতে আমি আমার অটোরিকশার চালকের সাথে যোগাযোগ করে জানতে পারি এমন কোন ঘটনাই ঘটেনি। এখন তার নাম্বারে ফোন দিলে তিনি বলেন সে ফরিদপুরের পেঁয়াজ ব্যবসায়ী। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

                   আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com  

 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন