প্রকাশিত:বুধবার,১৩ফেব্রুয়ারি ২০১৯।
বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ব্যস্ততম দিন পার করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। গত সোমবার সকালে তিনি হাঁসাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্ভোধন করেন। জেলা প্রশাসক সায়লা ফারজানা একে একে জনকল্যান খেলার মাঠ,হাঁসাড়া মডেল ইউনিয়ন পার্ক,বাজার মসজিদ আঙ্গিনা ও স্বাস্থ্য কেন্দ্রের রাস্তার উদ্ভোধন করেন। পরে তিনি আইন শৃংখলা এবং সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক এসএম শফিক,শ্রীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মমিন আলী,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান,জাহানারা বেগম,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী,হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান খান,পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম,শ্রীনগর ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান,বাঘড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,কুকুটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বাবুল হোসেন বাবু,বীরতারা ইউপি চেয়ারম্যান মোঃ আজিম হোসেন খান,আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদ,আবু হানিফা নোমান প্রমুখ।
জেলা প্রশাসক বিকেলে হাঁসাড়া ইউনিয়নের আড়িয়ল বিল এলাকার প্রায় ১ কিলোমিটার দীর্ঘ আলমপুর-সোনার গাঁ রাস্তা,ঢালী বাড়ী রেলিং ব্রিজ,মাঝিপাড়া রাস্তা,আনসার ক্যাম্প-মসজিদ রাস্তা,চেয়ারম্যান বাড়ী রাস্তা,নয়াপাড়া-মোল্লাপাড়া রাস্তার উদ্ভোধন করেন ও মাদ্রাসা রাস্তা পাকা করণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্ভোধন করেন।
হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান বলেন,ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবন উদ্ভোধনের মধ্য দিয়ে হাঁসাড়া ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এর ফলে বিভিন্ন সরকারী ও বেসরকারী সেবা প্রাপ্তি সহজ হবে। এক বছরে হাঁসাড়া ইউনিয়নে বাস্তবায়িত সরকারী এসকল উন্নয়ন কাজের উদ্ভোধন শেষে জেলা প্রশাসক সায়লা ফারজানা সঠিক ভাবে কাজ সম্পাদনের জন্য চেয়ারম্যান সোলায়মান খাঁন ও ইউপি মেম্বারদের প্রশংসা করেন।