প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল ২০২০ ইং ।। ২১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি :মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে কোভিড-১৯ পরিক্ষার জন্য দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব হাসাড়গাঁও গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র কৃষক মোকাজ্জল হোসেন (৪৫) ও অপর ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কল্যাণপুর গ্রামের সৃজন মিয়ার পুত্র দিনমজুর শিমু (২৩)। ৩ এপ্রিল শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীনগর থেকে তাদেরকে করোনা সংক্রমণ সন্দেহে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, ওই দুই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যাথা নিয়ে উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদেরকে কভিড-১৯ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।