শ্রীনগরে ওয়ার্ড আওয়ামী লীগের পকেট কমিটি গঠনের পাঁয়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

0
25
শ্রীনগরে ওয়ার্ড আওয়ামী লীগের পকেট কমিটি গঠনের পাঁয়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:রবিবার,৬ অক্টোবর ২০১৯ ইং ।। ২১ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে ওয়ার্ড আওয়ামী লীগের পকেট কমিটি গঠনের পাঁয়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, সম্মেলন ছাড়া দু একজন নেতার মনমতো কমিটি হলে তা মেনে নেওয়া হবেনা। তৃণমূলের মতামত ছাড়া কোন পকেট কমিটি করা হলে তা সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে। কমিটি গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার ব্যতিক্রম হলে তা দলের জন্য আতœঘাতি ছাড়া আর কিছু হবেনা।

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুর ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য রাশেদুল ইসলাম রুমেল, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আঃ মাবুদ, আলমগীর মাঝি, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাসান আঃ মতিন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফয়জুল ইসলাম টারজান, শহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, অর্থ বিষয়ক সম্পাদক সায়েদুর রহমান শ্যামল, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনসুরুল হাসান কুতুব, সাধারণ সম্পাদক মোঃ আতাহার হোসেন, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সানী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন