শ্রীনগরের বালাশুরে জমজমাট রমজান ফ্রি ফুড কর্নার আয়োজন

0
39

প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২ইং।। ১০ই বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।। ২১ রমজান,১৪৪৩ হিজরি ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রেস রিলিজঃ

শ্রীনগরের পশ্চিমাঞ্চলীয় প্রবাসী ছাএ ও যুব সমাজের উদ্যোগে, গতবছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে, স্থানীয় দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালু রয়েছে।

“সামর্থ্য অনুযায়ী দিয়ে যান, প্রয়োজন অনুযায়ী নিয়ে যান” – এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগর উপজেলার, রাড়িখালে, বালাশুর বাস স্ট্যান্ডে, হীরা পান্না হাসপাতাল প্রাঙ্গনে, গত ৬ ই রমজান থেকে এছরের কার্যক্রম চালু হয়।
মাসব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে গতকালের (২২ শে এপ্রিল ২০২২ ইং, ২০ রমজান) আয়োজনে, কবুতরখোলা ভিওিক সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান; প্রস্তাবিত মোহাম্মদ আলী ফাউন্ডেশনের সৌজন্যে, রমজান ফ্রি ফুড কর্নারে ৪০০ প্যাকেট রান্না করা বিরিয়ানী এবং ৪০০ বোতল কোমল পানীয় রাখা হয়। টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলো থেকে, উপস্থিত আগ্রহী প্রত্যেকে একটি করে বিরিয়ানীর প্যাকেট এবং এক বোতল করে কোমল পানীয় গ্রহণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে, রমজান ফ্রি ফুড কর্নার আয়োজকদের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; প্রস্তাবিত মোহাম্মদ আলী ফাউন্ডেশনের পরিচালক, মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ; এ.আই.ইউ.বি’র সিনিয়র সহকারী অধ‍‍্যাপক, মোঃ হামিদুল ইসলাম হামিদ; শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ‍‍্যাপক, মোঃ আবু জাফর মুকুল; ঢাকা ইম্পিরিয়াল কলেজের ভাইস প্রিন্সিপাল, মোঃ দোলোয়ার হোসেন মৃধা; প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ শাহাদাত হোসেন আকাশ, এবং প্রমায়ণ, বালাশুর প্লাটুন, বাগান বাড়ি ঐক্য সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ভলান্টিয়ারবৃন্দ ও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।
চলতি রমজানে গতকাল পর্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টায়, “রমজান ফ্রি ফুড কর্নার ২০২২ ইং” এর মাধ্যমে সর্বোমোট প্রায় ২,৪৮২ জন মানুষ উপকৃত হয়েছেন। দিন দিন ফুড কর্নারের কার্যক্রম বিষয়ে মানুষের আগ্রহ এবং গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন