প্রকাশিত :রবিবার, ৫ এপ্রিল ২০২০ ইং ।। ২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সন্মান জানিয়ে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কর্মহীনদের ঘরে প্রায় সাড়ে ৩ হাজার কেজি চাল পৌছে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন।
শনিবার বেলা ১১ টায় উপজেলার কয়কীর্ত্তন গ্রামে এই কর্মসূচীর উদ্ভোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শফিকুল ইসলাম মামুন বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা সহজ হবে। সমাজের সকল বিত্তবানদের উচিৎ তার পাশের কর্মহীনদেরকে সাহায্য করা।