শোক সংবাদ: শাহজাহান মিয়াজী আর নেই

0
7
শোক সংবাদ: শাহজাহান মিয়াজী আর নেই

প্রকাশিত: শনিবার,২১ নভেম্বর ২০২০ইং ।। ৬ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন ও মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকিরের পিতা আলহাজ্ব শাহজাহান মিয়াজী (৮৪) আর নেই। শুক্রবার সকাল ৬ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি… রাজিউন। তিনি স্ত্রীসহ তিন পুত্র ও ফ্রান্স প্রবাসী এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।শুক্রবার বাদ জুম্মা মুন্সীগঞ্জ কোর্টগাও জামে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় তার জানাজা নামাজে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মো: মহিউদ্দিন, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব,সাবেক মেয়র এড. মো: মুজিবর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহীন মো. আমানউল্লাহ, নাট্যকার শিশির রহমান, ক্রিড়া সংগঠক আয়নাল হক স্বপন, সাংবাদিক মাসুদুর রহমান, এডভোকেট মু.আবু সাইদ সোহান, সংগঠক এড. সুজন হায়দার জনি, কেন্দ্রিয় যুবলীগের নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান সুমন, সংগঠক আবু সাত্তার মুন্সী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় সাব্বির হোসাইন জাকিরকে ফোন করে যুগ্ম সচিব সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কলকাতা থেকে নাট্য বন্ধুরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর কর্ম কর্তা ফোন করে শোক প্রকাশ করেছে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, এড.সালমা হাই টুনি প্রমুখ। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন