‘শেখ হাসিনা বিদেশ থেকে এসেছেন মানুষকে মুক্ত করতে’

0
29
‘শেখ হাসিনা বিদেশ থেকে এসেছেন মানুষকে মুক্ত করতে’

প্রকাশিত: মঙ্গলবার,১ অক্টোবর ২০১৯ ইং ।। ১৬ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাবা-মা পরিবারের সদস্যরা মারা গেলে বিদেশ থেকে রাজনীতি করতে কেউ দেশে আসেন না, আসেন সম্পদ বিক্রি করতে। অথচ শেখ হাসিনা বিদেশ থেকে দেশে এসেছেন মানুষকে মুক্ত করতে।সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘শেখ হাসিনা ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা চান জনগণের কল্যাণ করতে। দেশবাসীকে অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করতে। জিম্মি দশা অত্যাচার-নির্যাতন থেকে বাঁচাতে। তাই ’৮১ সালে জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে আসেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অ্যারোমা দত্ত এমপি, সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান। সেমিনারে সূচনা বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়। সেমিনার উপস্থাপনা করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন