প্রকাশিত: মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ইং।। ১৪ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৪ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :দেশে করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় শিল্প-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে বিষ্ফোরক পরিদপ্তর। সম্প্রতি হাসপাতালগুলোতে করোনা রোগী বৃদ্ধি ও অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রতিবেশি দেশ ভারতে ব্যাপক অক্সিজেন ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের অভাবে দেশটিতে বিভিন্ন হাসপাতালে বহু মানুষের মৃত্যু হয়। সে কথা মাথায় রেখেই অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগে সতর্ক সিদ্ধান্ত নিলো বিষ্ফোরক পরিদপ্তর।
প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, করোনা সংক্রমন চলাকালীন শিল্প-কারখানায় ব্যবহারের জন্য অক্সিজেনের সরবরাহ বন্ধ রেখে শুধুমাত্র হাসপাতাল/ক্লিনিকে মেডিকেল অক্সিজেন সরবরাহের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বাংলাদেশে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড, স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড, ইসলাম অক্সিজেন(প্রা.) লিমিটেড, ডি.আর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড।
নির্দেশনায় আরো বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সংক্রমণ সাম্প্রতিক সময়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল-ক্লিনিকে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীর অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতাল-ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতাল-ক্লিনিকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন।
গত কয়েকদিন দেশে করেনায় একশ’র কাছাকাছি মৃত্যুর পর আজ মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ১১ হাজার ২২৮ জনের মৃত্যু হল। একই সময়ে ৩ হাজার ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।