শিলই ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় “মৃণাল আমার আরেক সন্তান”-মো. মহিউদ্দিন

0
16

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এড.মৃণাল কান্তি দাসের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

শিলই ইউপি চেয়ারম্যান আবুল হাসেম লিটন এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের একান্ত সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মহিউদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফর রহমান। প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের একান্ত সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মহিউদ্দিন আহমেদ তাঁহার বক্তৃতায় প্রসঙ্গক্রমে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড.মৃণাল কান্তি দাস সম্বন্ধে বলেন ‘মৃণাল আমার আরেক সন্তান’।  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন