শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় ফেরিওয়ালা নিহত

0
21

প্রকাশিত: রবিবার,০ ৬ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোঃ জাহাঙ্গীর (৫৫) নামে এক হারবাল ঔষুধ ফেরিওয়ালা নিহত হয়েছে।

গতকাল শনিবার (০৫ জানুয়ারি) দুপুর দুপুর ১:৩০ মিনিটের সময় শিমুলিয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর শরীয়তপুরের ডামুড্যা থানার ছাতিয়ানি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌফাড়ির কর্মকর্তা মোঃ আরমান জানান,শিমুলিয়া এলাকায় জাহাঙ্গীর প্রতিদিনের মতো মেইন রোডের পাশ দিয়ে পদ্মায় গোসল করার জন্য ঘাট এলাকার দিকে রওনা করছিল। এ সময় দ্রতগতির একটি শিমুলিয়া গামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের মরদেহ লৌহজং থানা হেফাজতে থাকবে। বালুবাহী ট্রাক আটক করা হয়েছে এবং গাড়ির সাথে সংশ্লিষ্ট সকলেই পালিয়েছে বলে জানান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার কারণে ঘাট এলাকায় প্রায় ১ ঘন্টা যান চলাচল বিঘ্ন ঘটে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন