শিমুলিয়া ঘাটে বিক্ষোভের পর পার হচ্ছে যাত্রীবাহী যান

0
24
শিমুলিয়া ঘাটে বিক্ষোভের পর পার হচ্ছে যাত্রীবাহী যান

প্রকাশিত: বৃহস্পতিবার, ১এপ্রিল২০২১ইং।। ১৮ই চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।।  ১৮ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলের দাবিতে বিক্ষোভ করেছেন ঘাটে আটকা পড়া যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। আজ সোমবার সকালে মিছিল ও ফেরির টিকিটি কাউন্টার ঘেরাও করে এই বিক্ষোভ হয়।

এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঘাটে এসে ঝড়ের কারণে পদ্মা পাড়ি দিতে না পারা যাত্রীবাহী যান ড্রামফেরির মাধ্যমে পারাপার করা হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সাত শতাধিক যানবাহনের জটলা বেঁধেছে।

ঘাট ও স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যা সাতটার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। সেই সঙ্গে করোনার কারণে সারা দেশে সাত দিনের ‘লকডাউন’ শুরু হয়েছে। এ কারণে যাত্রীরা শিমুলিয়া ঘাটে আটকে পড়েন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন