প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে ২০২০ ইং ।। ২২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ১১ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : মোঃ মানিক মিয়া, লৌহজং থেকে : আগামী রোববার থেকে শপিং মল ও বিপনী বিতান খোলার খবরে মঙ্গলবার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের ঢল নেমেছে। নবম দিনের মতো দক্ষিণবঙ্গের এ নৌরুটে শিমুলিয়াঘাটে শত শত ঢাকাগামী যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা।
এদিকে, শিমুলিয়াঘাটে আসার পর শ্রমিকদের ঢাকায় যাওয়ার একমাত্র ভরসা হয়ে উঠেছে অটোরিকশা কিংবা রিকশা। আবার কেউ কেউ পায়ে হেটেই ছুটছেন কর্মস্থলের উদ্দেশ্যে। উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, গেল দুয়েক একদিন কিছুটা চাপ কম থাকলেও মঙ্গলবার সকালে যাত্রীর ঢল নেমেছে শিমুলিয়াঘাটে।
তিনি আরো জানান, সকালের দিকে রো-রো ফেরী শাহ মখদুম ও মাঝারি ফেরী করবীসহ তিনটি ফেরীতে করে শত শত যাত্রী শিমুলিয়াঘাটে আসেন। এদের বেশীর ভাগই গার্মেন্ট কর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরীজীবী। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় এ সব যাত্রী শিমুলিয়াঘাট থেকে অটোরিকশা, মিশুক ও রিকশায় করে ভেঙ্গে ভেঙ্গে শত দুর্ভোগ মাথায় করে ঢাকার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছেন।