প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ইং।। ৮ই ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ১৮ রজব,১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শামীমা খানম আভাকে আহবায়ক করে এ কমিটি করা হয়। মুস্নীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি এতে প্রধান অতিথির বক্তব্য দেন ও আহবায়ক কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বহুরা জামান জোৎস্নার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল রশিদ শিকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মগিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুন্নার লিপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার- প্রকাশনা সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী প্রমুখ। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার, শিউলি হক, রিনা ইসলাম ও মৌসুমি দাস মুক্তি। এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন আফরিন ফারজানা, মিনা আক্তার, রিনা রাণী চক্রবর্তী, সালেহা বেগম, ফাহমিদা জাহান, ইভা আক্তার, রূপালী আজিম, নাসরিন জাহান সুমি, শিরিন আক্তার ও আফরোজা বেগম।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’