লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশ, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ২য় দফায় পিপিই দিলেন অ্যাটর্নি জেনারেল

0
272
লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশ, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ২য় দফায় পিপিই দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ইং ।। ২রা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অফিস ডেস্ক : অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম মুন্সীগঞ্জের লৌহজং থানার ৩০ পুলিশ সদস্য, টঙ্গীবাড়ি থানার ৬০ পুলিশ সদস্য, বিক্রমপুর প্রেসক্লাবের ৫ সাংবাদিক ও ৫ জন জনপ্রতিনিধির মাঝে ১০০টি উন্নতমানের পিপিই (Personal Protective Equipment)দিয়েছেন ।

আজ বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর একজন প্রতিনিধির মাধ্যমে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন, টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন , বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল ও কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের হাতে এসব ব্যক্তিগত সুরক্ষা পোশাক তুলে দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, করোনা শুধু আমাদের দেশেই নয়, এটি এখন বিশ্বে মহামারি রূপ ধারণ করেছে। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো আমাদের দেশে করোনা রোগীদের সে রকম সেবা দেবার ব্যবস্থা না থাকলেও সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরও উচিৎ এই দুর্যোগে সরকারের পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানো। জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ করোনায় সেবা দিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি আমাদেরও উচিত ঘরে থেকে সঙ্গনিরোধ করা। যাতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে না পারে। তবেই আমরা এ ভাইরাস থেকে সহসা মুক্তি পেতে পারবো।

এর পূর্বে গত ৫ এপ্রিল নিজস্ব অর্থায়নে লৌহজং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৬০টি সেইফটি প্রোডাক্ট-পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment) (পিপিই)প্রদান করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ।

জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন,সে সকল  ডাক্তার এবং স্বাস্থ্য সেবীরা যাতে শঙ্কামুক্ত চিকিৎসা সেবা দিতে পারেন এবং করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের নিরাপত্তায় ব্যবহারের জন্য ৫০টি সেইফটি প্রডাক্ট- পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment) (পিপিই)লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামিম আহমেদ এর কাছে প্রদান করেন।

করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে প্রশাসনের কাজে ব্যবহার করার জন্য লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের কাছে ৫টি এবং লৌহজং থানায় ব্যবহার করার জন্য আরোও ৫টি পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment) (পিপিই) প্রদান করেন।

এছাড়া লৌহজং এ ঘরবন্দী কর্মহীন মানুষের মাঝে এটর্নি জেনারেল মাহবুবে আলমের খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

গত মাসের ২য় সপ্তাহে এটর্নি জেনারেল মাহবুবে আলম এর নিজ হলদিয়া ইউনিয়নে এবং মার্চ মাসের ২৮ এবং ২৯ তারিখে কনকসার ইউনিয়নে ভয়াবহ মরন ব্যাধি করোনার কারনে ঘরে বসে থাকা নিম্ন আয়ের পরিবারের মাঝে,  চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান, সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন