লৌহজং এর কাজিরগাঁও গ্রামের হাজী খায়রুল আলম খোকা করোনায় ঢাকাতে মৃত্যু

0
71
লৌহজং এর কাজিরগাঁও গ্রামের হাজী খায়রুল আলম খোকা করোনায় ঢাকাতে মৃত্যু

প্রকাশিত :বৃহস্পতিবার,  ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অফিস ডেস্ক : করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে  গত শুক্রবার ৩ এপ্রিল ঢাকার মিরপুরে আলহ্বাজ মোহাম্মদ খায়রুল আলম (খোকা)মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাযিউন)।

তাঁহার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নএর কাজির গাঁও গ্রামে । তাঁহার পিতার নাম মরহুম মোহাম্মদ মনসুর আহমদ বেপারীর।

আলহ্বাজ মোহাম্মদ খায়রুল আলম (খোকা)কে ঢাকার খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁহার দুই পুত্র মরহুমের দাফন এবং নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারিনি ।

তাঁহার পরিবারের সকলে কোয়ারিন্টিনে রয়েছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন