প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল ২০২০ ইং ।। ২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : বাংলাদেশের এটর্নি জেনারেল মাহবুবে আলম আজ রবিবার নিজস্ব অর্থায়নে লৌহজং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৬০টি সেইফটি প্রোডাক্ট-পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment)(পিপিই)প্রদান করেন।
জর, ঠাণ্ডা, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রতিদিন রোগীরা ছুটে আসছে ডাক্তার এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছে। তারা জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, এই সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্য সেবীরা যাতে শঙ্কামুক্ত চিকিৎসা সেবা দিতে পারেন এবং করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের নিরাপত্তায় ব্যবহারের জন্য ৫০টি সেইফটি প্রডাক্ট- পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment)(পিপিই)লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামিম আহমেদ এর কাছে প্রদান করেন।
করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে প্রশাসনের কাজে ব্যবহার করার জন্য লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের কাছে ৫টি পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment)(পিপিই) প্রদান করেন।
এছাড়া ভয়ঙ্কর এই লড়াইয়ে অবতীর্ণ লৌহজং থানায় ব্যবহার করার জন্য আরোও ৫টি পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment)(পিপিই) লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনকে হস্তান্তর করেন।
লৌহজং এ ঘরবন্দী কর্মহীন মানুষের মাঝে এটর্নি জেনারেল মাহবুবে আলমের খাদ্য সামগ্রী বিতরণ
গত মাসের ২য় সপ্তাহে এটর্নি জেনারেল মাহবুবে আলম এর নিজ ইউনিয়ন হলদিয়ায় এবং মার্চ মাসের ২৮ এবং ২৯ তারিখে কনকসার ইউনিয়নে ভয়াবহ মরন ব্যাধি করোনার কারনে ঘরে বসে থাকা নিম্ন আয়ের পরিবারের মাঝে, চাল,ডাল,তেল,আলু,পিয়াজ,সাবান,সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।