লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয়ের দায়িত্ব গ্রহণ

0
20

প্রকাশিত: শনিবার, ১৮মে ২০১৯।৪ঠা জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ১২ রমজান ১৪৪০ হিজরি।

বিক্রমপুর খবর:মিজানুর রহমান ঝিলু : গত ৩১ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে লৌহজংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যানদ্বয় দায়িত্ব গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে এ উপলক্ষে প্রথম মাসিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, পুরুষ ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলামকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এবারসহ তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদারের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সভায় আগত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব সারেন। নতুন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে এসময় বক্তব্য রাখেন লৌহজং থানার ওসি মো.মনির হোসেন, উপজেলা বিআরডিবির কর্মকর্তা মনির হোসেন মাস্টার, কৃষি কর্মকর্তা মো.শরীফুল ইসলাম, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কলমা ইউপি চেয়ারম্যান শেখ আবদুল মোতালেব, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমুখ। সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার তাঁর বক্তব্যে বলেন, বিগত ১০ বছর আমি যেভাবে আপনাদের সহযোগিতা পেয়েছি, আশা করি সামনের দিনগুলিতেও সেভাবে সাহায্য অব্যাহত রাখবেন। প্রথমবারের মতো নির্বাচিত ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন বলেন, উপজেলায় মাদক ও ইভটিজিং থাকবে না। শিক্ষা ব্যবস্থা হবে আরও উন্নত। মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষ করার আগে ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপনকে সর্বসম্মতিক্রমে উপজেলা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন