প্রকাশিত:রবিবার, ১ ডিসেম্বর ২০১৯ ইং ।। ১৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :লৌহজং প্রতিনিধি : লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা ঘোড়াদৌড় বাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুর রশিদ শিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আব্দুর রশিদ মোল্লাসহ দশটি ইউনিয়নের যে সকল নেতা কর্মী তাদের মধ্যে আলহাজ্জ মুজিবুর রহমান, আলহাজ্জ শেখ মো.ইদ্রিস আলী, মো.জাহাঙ্গীর আলম ফকির, মো.আনোয়ার হোসেন বেপারী, হাজী মো.সোহরাব হোসেন পাঠান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, বি.এম শোয়েব, মো.আনোয়র হোসেন, মো.জাকির হোসেন বেপারী প্রমুখ।