লৌহজং উপজেলার কনকসারে বই বিতরণ উৎসব

0
59
নাগেরহাট নতুন কান্দি এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে

প্রকাশিত:বুধবার, ১জানুয়ারি, ২০২০ ইং ||১৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:লৌহজং প্রতিনিধি: নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতেছে কোটি কোটি শিক্ষার্থী। আজ বুধবার সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব সকাল থেকে একযোগে এ বই উৎসব পালিত হয়। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।

নতুন বই বুকে জড়িয়ে এর গন্ধ শুঁকে নির্মল হাসিমুখে তারা ছুটে গেছে বাড়িতে। তাদের এ অনাবিল আনন্দের সঙ্গে ভাগ বসিয়েছেন শিক্ষক-অভিভাবকরাও। ফলে দেশজুড়ে উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থী-অভিভাবকসহ সকলে।

আজ (বুধবার) লৌহজং উপজেলার কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়,· ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়,নাগেরহাট নতুন কান্দি এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাগেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এর স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বা বই উৎসব অনুষ্ঠিত হয়।

পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লৌহজং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন মাস্টার , কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ চেয়ারম্যান কনকসার, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান সাজু , নাগেরহাট নতুনকান্দি এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয়এর উদ্যোক্তা সদস্য  শিক্ষা অনুরাগী নাছির উদ্দিন আহমেদ জুয়েল, শামীম মোডল সহ সকল বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ সুধী জন উপস্থিত ছিলেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন বছরে দেশের ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৩৫ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ১৯৭টি বই। এর মধ্যে প্রাক-প্রাথমিকের প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬টি বই। প্রাথমিকের ২ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৯৫ শিক্ষার্থীকে দেয়া হবে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি বই। এছাড়া ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি নতুন বই মাদ্রাসার ইবতেদায়ীর প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন